নাটোরে লেগুনায় বাসের ধাক্কা, নিহত ১৫
নাটোর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-08-25 16:55:33.0 BdST
নাটোরের লালপুর উপজেলায় বাসের ধাক্কায় এক পরিবারের তিনজনসহ একটি লেগুনার ১৫ আরোহী নিহত হয়েছেন; এরপর রাস্তার পাশে গাছে ধাক্কা দেওয়ায় বাসটির ২০ আরোহী আহত হন।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান ক্লিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনা তদন্তে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
দুর্ঘটনার সময় লেগুনার চালক মোবাইল ফোনে কথা বলছিলেন বলে এক যাত্রী জানিয়েছেন।
ওসি নজরুল নিহতদের মধ্যে ১২ জনের নাম জানিয়েছেন। এরা হলেন- লেগুনার চালক ঠাকুরগাঁওয়ের রহিম আলী (২৮), নাটোরের বড়াইগ্রামের নারায়ণপুরের রজুফা বেগম (৫০), শেফালী বেগম (৪৫), জামাইদিঘার লগেনা বেগম (৬৫), পাবনার দাশুড়িয়া মিরকামারি গ্রামের শাপলা আক্তার (২০), শাপলার মেয়ে সুমাইয়া আক্তার (১১ মাস), পাবনার পাকশির সোবহান আলী (৭৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রোকন শেখ (২২), পাবনার পাকশীর সোবহান (৫০) ও মূলাডুলি শ্মশানপাড়ার আদুরি বিশ্বাস (৩৫), তার মেয়ে স্বপ্না বিশ্বাস (দশ মাস) ও ছেলে প্রত্যয় বিশ্বাস (১২)। বাকিদের পরিচয় জানা যায়নি।
No comments:
Post a Comment