আর্সেনালের প্রথম জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-08-25 22:02:19.0 BdST Updated: 2018-08-25 22:11:48.0 BdST
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার বিকালের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে উনাই এমেরির দল।
ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হেরে লিগ শুরুর পর গত সপ্তাহে চেলসির মাঠে ৩-২ গোলে হেরেছিল আর্সেনাল।
প্রথম দুই ম্যাচের মতো ওয়েস্ট হ্যামের বিপক্ষেও প্রথমে পিছিয়ে পড়ে আর্সেনাল। ২৫তম মিনিটে সতীর্থের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠান অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্কো আরনাওতোভিচ।
পাঁচ মিনিট পরেই গোলটি শোধ করে দেয় স্বাগতিকরা। ডান দিক থেকে স্প্যানিশ ডিফেন্ডার এক্তর বেইয়েরিনের ক্রস গোলমুখে অ্যালেক্স আইওবির পায়ে লাগার পর ছয় গজ বক্সের মুখে বল পেয়ে যান নাচো মনরিল। অনায়াসে বল জালে পাঠান এই স্প্যানিয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল; কিন্তু আক্রমণে আধিপত্য ছিল অতিথিদের। খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় গানাররা। ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেতের ক্রস ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার ইসা দিওপের গায়ে লেগে জালে ঢুকে যায়।
আর যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন ড্যানি ওয়েলবেক। ডান দিক থেকে বেইয়েরিনের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে শটে গোলরক্ষককে পরাস্ত করেন বদলি নামা ইংলিশ এই ফরোয়ার্ড।
তিন ম্যাচে এক জয়ে আর্সেনালের পয়েন্ট ৩।
দিনের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। সাউথ্যাম্পটনকে ২-১ গোলে হারায় লেস্টার সিটি।
No comments:
Post a Comment