জামালপুরে অটোরিকশার উপর গাছ, এক আরোহী নিহত
জামালপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-08-23 20:50:42.0 BdST Updated: 2018-08-23 20:50:42.0 BdST
জামালপুর শহরে একটি উপড়ে অটৈারিকশার উপর পড়ে এক আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
পৌর ভবনের সামনে প্রধান সড়কের উপর একটি পাম গাছ উপড়ে পড়ে
গাছটি পড়ে একটি যাত্রীবাহী অটোরিকশার উপর
গাছটি একটি বিদ্যুতের খুঁটি ও তারসহ আছড়ে পড়ে রাস্তায়
বৃহস্পতিবার বিকালে পৌরভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে
ওই সময় অদূরে একটি প্রাইভেটকার থাকলেও তা ক্ষতিগ্রস্ত হয়নি
No comments:
Post a Comment